নেইমার তো বটেই, দানিলোকেও পাচ্ছে না ব্রাজিল

দিনভর আলোচনা। বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোয় খেলবেন তো নেইমার? কোচ তিতেসহ সংশ্লিষ্ট সবাই আশার কথা শোনালেও আদতে পিএসজি তারকাকে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নেইমার চোট পেয়ে মাঠ ছাড়েন ৮০ মিনিটে। পরীক্ষা-নিরীক্ষার পর দলের ডাক্তার জানিয়েছেন, নেইমারকে গ্রুপ পর্বের ম্যাচ দুটিতে আর দেখা যাবে না। এমআরআই রিপোর্টেও সুখকর কিছু আসেনি। দেখা গেছে, চোটে পড়ে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার। তবে তার চিকিৎসা চলতে থাকবে। সুস্থ হলে তখন নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। অবস্থা এমন যে সেলেসাওদের আরেক ফুটবলার দানিলোকেও পাচ্ছে না ব্রাজিল। নির্ভরযোগ্য এই ফুলব্যাকেরও গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলা হবে না।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন, ‘নেইমার ও দানিলোর এমআরআই করানো হয়েছে। দেখা গেছে দুজনের গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তারা পরবর্তী দুই ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবে না। টুর্নামেন্টের বাকি অংশে তাদের ফিরিয়ে আনার জন্য সতর্ক থেকেই পরিচর্যা করা হবে।’

আরও জানা গেছে, উইঙ্গার অ্যান্তনি ও মিডফিল্ডার লুকাস পাকেতাও অসুস্থ। তারাও মিস করতে পারেন সোমবারের ম্যাচ! যা সেলেসাওদের জন্য বড় দুঃসংবাদ। সোমবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।