শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের হাসি ঘানার

উত্তেজনা ছিল চরমে। দুই গোলে এগিয়ে থাকা ঘানার আত্মবিশ্বাসে ভরপুর। ওদিকে পিছিয়ে থাকা দক্ষিণ কোরিয়া ম্যাচে ফিরতে মরিয়া। এশিয়ার দলটি সেটি পেরেও যায়। দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফেরে সমতায়। কিন্তু শেষরক্ষা হয়নি, ঘানা আবারও এগিয়ে যায়। এরপর আবার দক্ষিণ কোরিয়ার সমতায় ফেরার লড়াই। একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি করেও পারেনি তারা।

আজ (সোমবার) এডুকেশন সিটি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে ঘানা। প্রথমার্ধে ২ গোলের লিড নেয় আফ্রিকান দেশটি। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কোরিয়া। তবে ৬৮ মিনিটে দেওয়া গোলে জয় নিশ্চিত হয় ঘানার।

নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে লড়াই করেও পর্তুগালের কাছে হেরেছিল ঘানা। তবে আজ তারা জয় নিয়েই মাঠ ছেড়েছে। শুরু থেকেই আক্রমণ করেছে। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট পর্যন্ত। আফ্রিকার দেশটিকে এগিয়ে নেন মোহাম্মদ সালিসু।

পিছিয়ে পড়া দক্ষিণ কোরিয়া সমতায় ফিরতে কী, উল্টো আরও পিছিয়ে পড়ে। ৩৪ মিনিটে তাদের জালে দ্বিতীয়বার বল জালে জড়ায় ঘানা। এবার স্কোরশিটে নাম তোলেন মোহাম্মদ কুদুস। আফ্রিকার দেশটির জয়ের নামও তিনিই। ৬৮ মিনিটে তার দেওয়া দ্বিতীয় গোলেই তো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঘানা।

এর আগে অবশ্য খেলায় দারুণভাবে ফিরেছিল দক্ষিণ কোরিয়া। ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। তবে বিরতি থেকে ঘুরে এসেই ম্যাজিক দেখায় কোরিয়া। অনেক চেষ্টার পর ৫৮ মিনিটে তারা সফল। এশিয়ার দেশটিতে খেলায় ফেরান চো গুয়ে-সাং। তিনিই নতুন করে আশা দেখান। ৬১ ‍মিনিটে দ্বিতীয় গোল করে যে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়াকে।

তাতে সম্ভাবনা উজ্জ্বল হয় তাদের। কিন্তু কয়েক মিনিট পরই কুদুসের দ্বিতীয় গোলে সব শেষ। ৩-২ গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দক্ষিণ কোরিয়া। অনেক কয়েকটি সুযোগ তৈরি করেছে। কিন্তু ঘানা গোলকিপারের অসাধারণ পারফরম্যান্সে সমতায় আর ফেরা হয়নি।

ফলে কাতার বিশ্বকাপে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা। অন্যদিকে এখনও জয়হীন দক্ষিণ কোরিয়া।