আর্জেন্টিনা ছিটকে গেলে ব্রাজিলকেই সমর্থন করবেন স্ক্যালোনি

লাতিন অঞ্চলের প্রতিনিধি হিসেবে ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার বেলায় এখনও অপেক্ষা। আজ রাতেই পোল্যান্ড ম্যাচের পর মেসিদের ভাগ্য নির্ধারণ হবে। তবে আলবিসেলেস্তেরা যদি বিশ্বকাপে টিকতে নাই পারে, তাহলেও বিশ্বকাপ থেকে মুখ সরিয়ে নেবেন না দলটির কোচ লিওনেল স্ক্যালোনি। মেসিদের কোচ তখন সমর্থন করবেন দক্ষিণ আমেরিকার আরেক হট ফেভারিট ব্রাজিলকে।

চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ব্রাজিলকে শুভকামনা জানাতে কার্পণ্য করেননি এই আর্জেন্টাইন। বলেছেন, ‘ব্রাজিল নকআউটে চলে যাওয়ায় আমি আনন্দিত। আমি দক্ষিণ আমেরিকান ফুটবলের অনেক বড় ভক্ত। কেউ অন্যভাবে নিলে সেটা ভুল করবে। পরের রাউন্ডে আর্জেন্টিনা যদি যেতে না পারে, তাহলে চাইবো দক্ষিণ আমেরিকান একটি দল জিতুক। ব্রাজিলে আমার বহু বন্ধু আছে। ওরা দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই।’

এ সময় বুধবারের একাদশ নিয়েও প্রশ্ন আসে তার কাছে। স্ক্যালোনি অবশ্য জানিয়েছেন, তারা এখনও সেটি নিশ্চিত করতে পারেননি, ‘অবশ্যই পোলিশদের সঙ্গে ম্যাচটা কঠিন হবে। ওরা এমন এক দল যারা বক্সে সুযোগ তৈরি করতে পারে। আমাদের দেখতে হবে কারা খেলবে। সব কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর। তবে আমাদের পরিকল্পনা থাকবে অত্যন্ত মনোযোগের সঙ্গে সেটপিসগুলো সামলে নেওয়া।’