ডাচদের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখেন স্ক্যালোনি

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। এই ডাচদের ১৯৭৮ সালে হারিয়েই আলবিসেস্তেরা প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল।  পুরনো প্রতিপক্ষকে শেষ আটে পেয়ে নিজেদের জয়ের সম্ভাবনাই দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

অস্ট্রেলিয়াকে হারানোর পর স্ক্যালোনি বলেছেন, ‘নিঃসন্দেহে দুই ঐতিহ্যবাদী দলের এই ম্যাচটা সুন্দর হতে যাচ্ছে। দুঃখজনক হলো একটা দলকে হারতে হবে এবং আশা করি শেষ চারে আমরা যাবো।’   

কমলা ঝড় তুলে শেষ আটে আসা দলটার কোচ লুই ফন গালের কোচিংয়ের খ্যাতি বিশ্ব জুড়ে। তার সঙ্গে স্ক্যালোনির বয়সের পার্থক্যও অনেক। আর্জেন্টাইন কোচ জানালেন, সেই খেলোয়াড়ি জীবন থেকে ডাচ কোচের প্রতি তার অন্যরকম শ্রদ্ধা। পছন্দের কোচের মুখোমুখি হতে পেরে তাই গর্ববোধ করছেন স্ক্যালোনি, ‘ওই সময় তার খ্যাতি অনেক। তার মতো একজনের মুখোমুখি হতে পারবো দেখে গর্ববোধ করছি। আমরা জানি ফুটবলের জন্য তার অবদান কতটা। কতজন যে তাকে অনুকরণ করার চেষ্টা করেছে।’