এমন জয়ের পরও ব্রাজিলের সমালোচনা কেন?

দক্ষিণ কোরিয়াকে বলতে গেলে ধসিয়ে দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে  এসে নেইমার-ভিনিসিয়ুসদের কাছে এমন উদ্ভাসিত পারফর্ম্যান্সই তো সমর্থকরা দেখতে চেয়েছিল।  একেকটি গোল হয়েছে আর সাম্বা নৃত্য শুরু। তাদের উৎসবে সামিল হয়েছিলেন কোচ তিতেও। গ্যালারি বা টেলিভিশন থেকে এমন দৃশ্য দেখতে ভালো লাগারই কথা। কিন্তু অমন নাচ নাকি ভালো লাগেনি আইরিশ গ্রেট রয় কিনের।

ইংলিশ টিভি আইটিভির আলোচনায় রয় কিন এমন নাচ দেখে রীতিমতো সমালোচনায় মুখর তিনি। বলেছেন, ‘আসলে আমি যা দেখেছি তা বিশ্বাস করতে পারছি না। আমি এটা পছন্দ করছি না। সমর্থকরা বলছে এটা তাদের তাদের সংস্কৃতি। কিন্তু আমার কাছে মনে হয় এটা প্রতিপক্ষকে অশ্রদ্ধা দেখানো। চার গোল হয়েছে। আর তারা সবকটিতে উৎসব করেছে।’

ভিনিসিয়ুস, নেইমার, রিচার্লিসনের পর পাকেতা চতুর্থ গোল করে বিরতির আগেই দক্ষিণ কোরিয়াকে ছিটকে দেন। আর প্রতিটি গোলই সেলেসাওরা উপভোগ করেছে। তাদের সঙ্গে ডাগ আউটে দাঁড়িয়ে তা যোগ দিয়েছিলেন ৬১ বছর বয়সী তিতেও।

রয় কিনের এই জায়গায় আপত্তি, ‘প্রথম গোলের পর তাদের তেমন উৎসব দেখে আমি কিছু মনে করিনি। তবে প্রতিবার গোল দিয়ে এরকম উদযাপন করাটা অপমানজনক। একটি গোলের পর এরকম হলে মানা যায়। পরে তাদের ম্যানেজারও সেখানে সামিল হলেন। আমার এটা ভালো লাগেনি।’

তবে কোচ তিতে কিন্তু ম্যাচ শেষে ঠিকই বলেছেন এমন উৎসবটা আসলে দক্ষিণ কোরিয়াকে অসম্মান দেখানোর জন্য নয়। তরুণ খেলোয়াড়দের সঙ্গে একাত্ম হতেই তা করা।