ক্রোয়েশিয়ার বিপক্ষেও সান্দ্রোকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ব্রাজিল

ফিটনেসের যে অবস্থা, তাতে আজ কোয়ার্টার ফাইনালে অ্যালেক্স সান্দ্রোর খেলা নিয়ে এখনও নিশ্চিত নয় ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন শঙ্কার কথাই জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে।

চোট পেয়ে ব্রাজিলের প্রথম পছন্দের লেফট ব্যাক গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। সুস্থ না থাকায় বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচসহ নকআউটের সর্বশেষ ম্যাচেও খেলতে পারেননি। বৃহস্পতিবার ভালোমতো অনুশীলন করলেও তাকে নিয়ে পুরোপুরি আশা করা যাচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিতে, ‘সান্দ্রোর যা অবস্থা তাতে ও খেলতে না পারারই ইঙ্গিত দিচ্ছে। দানিলো ও নেইমারের তুলনায় ওর ইনজুরিটা ভিন্ন ধরনের। ওর আরও একটু জোর বাড়াতে হবে। তার পরেও মেডিক্যাল ও ফিজিক্যাল বিভাগের সঙ্গে কথা বলে দেখতে হবে।’

এদিকে সান্দ্রোকে পাওয়ার আশা ছাড়ছেন না তার সতীর্থ দানিলো, ‘আশা করবো ও ভালো মতো অনুশীলন করুক এবং ফিরে আসুক। এখন নিজের শারীরিক অবস্থা ভীষণ ভালো; তিন ডিফেন্সিভ পজিশনেই স্বস্তি নিয়ে খেলতে পারছি।’   

সান্দ্রো যদি খেলতে নাই পারেন সেক্ষেত্রে ডিফেন্সে বাম দিক দিয়ে খেলবেন দানিলো। কারণ এই মুহূর্তে ব্রাজিলের আর লেফট ব্যাক একাদশে নেই। এরই মধ্যে হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন অ্যালেক্স তেলাস। সেক্ষেত্রে সান্দ্রোর ফেরার আগ পর্যন্ত দলে থাকবেন মিলিতাও। তিনি সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দানিলোর বদলে রাইট ব্যাকে খেলেছিলেন।