পেনাল্টি শুটআউট নিয়ে স্ক্যালোনি, ‘এটা পুরোপুরি ভাগ্য’

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে চাপটা থাকে পাহাড়সমান। আর ম্যাচ যদি গড়ায় পেনাল্টি শুটআউটে। তাহলে তো সেই চাপ হয়ে যায় এভারেস্টসম। নেদারল্যান্ডস-আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচটাও হতে পারে তেমনই।

সর্বশেষ ২০১৪ বিশ্বকাপেই দুই দলের সেমিফাইনাল ম্যাচটা শুটআউটে গড়িয়েছিল। ১২০ মিনিটের লড়াইটা গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছিল। তার পর পেনাল্টি নামক ভাগ্যের লড়াইয়ে ৪-২ গোলে কপাল পোড়ে ডাচদের। নেদারল্যান্ডসের প্রতিশোধের ম্যাচটাও যদি শুটআউটে গড়ায় তাহলে কী করবে আর্জেন্টিনা? দলটির কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, ‘ছেলেরা অনুশীলনে সব সময়ই পেনাল্টির চর্চা করে। তবে শুটআউটের বিষয়টা পুরোপুরি ভাগ্য নির্ভর। আশা করবো আমাদের ওই পর্যন্ত যেন যেতে না হয়। তার আগেই ম্যাচ শেষ করতে চাইবো। এক্ষেত্রে ফুটবল সব সময় যেমন সুন্দর, তেমনি অনেক সময় বড্ড নির্মম।’

স্নায়ুর এই লড়াইয়ে এখন পর্যন্ত ৫বার টাইব্রেকারে খেলেছে আর্জেন্টিনা। যা বিশ্বকাপে এখন পর্যন্ত যে কোনও দলের চেয়ে সর্বোচ্চ। জিতেছে ৪টি। শুধুমাত্র জার্মানির এই স্নায়ুর লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড। চারটিতেই জয় তাদের।

শুটআউটে আর্জেন্টিনার সর্বশেষ ৫ লড়াই

আর্জেন্টিনা-যুগোস্লাভিয়া: ১৯৯০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল তৎকালীন ইউরোপীয় পরাশক্তি যুগোস্লাভিয়ার। যারা পরে ভেঙে অনেকগুলো দেশে পরিণত হয়েছে। সেই দলটার সঙ্গে ১২০ মিনিটের লড়াইটা গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছিল। তার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে ম্যারাডোনা তার নিজের স্পট কিকটি মিস করেছিলেন।

আর্জেন্টিনা-ইতালি: ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালেও স্নায়ুর কঠিন পরীক্ষা দিতে হয়েছে ম্যারাডোনাদের। সেমিফাইনালে স্বাগতিক ইতালির সঙ্গে নির্ধারিত সময়ের ম্যাচটা ১-১ গোলে শেষ হয়েছিল। তার পর শুটআউটে আলবিসেস্তেরো ভাগ্যের লড়াইয়ে জেতে ৪-৩ গোলে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড: আট বছর পর টানা আরেকটি শুটআউটের সামনে পড়ে আর্জেন্টিনা। শেষ ষোলোয় এবার সেটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে। নাটকীয়তার সবকিছুই ছিল ওই ম্যাচে। দুটি করে গোল করেছে দুই দল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড ব্যাকহাম। আবার শেষ দিকে একটি গোলও বাতিল হয়েছে সোল ক্যাম্পবেলের। তার পর শুটআউটে ম্যাচ গড়ালে সেখানে আর্জেন্টিনা জয়ের হাসি হেসেছে ৪-৩ গোলে।

আর্জেন্টিনা-জার্মানি: বিশ্বকাপে শুটআউটে আর্জেন্টিনার একমাত্র হারটি জার্মানদের কাছে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে তারা পরাজিত হয় ৪-২ গোলে। তার আগে ম্যাচটা শেষ হয়েছিল ১-১ ড্রয়ে।

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বশেষ শুটআউটের ম্যাচটি ২০১৪ সালের সেমিফাইনালে। ডাচদের বিপক্ষে শুটআউটে জিতেই মেসির দল ফাইনাল নিশ্চিত করেছিল। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের ব্যবধান ছিল ৪-২।