বেঞ্চে বসে থাকলে খুশি না হওয়াই স্বাভাবিক: সান্তোস

গত কয়েকদিনে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিতর্কের শুরুটা সুইজারল্যান্ডের বিপক্ষে বেঞ্চে রাখা নিয়ে। বলা হচ্ছিল, কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। ওই ম্যাচে তার বদলি হিসেবে নামা রামোস হ্যাটট্রিক করেন। এরপর গুঞ্জন শোনা যায় রোনালদো নাকি কাতার ছাড়তেও চেয়েছিলেন।

তবে সবকিছু ফেলে রোনালদোকে একা থাকতে দেওয়ার অনুরোধ করেছেন পর্তুগিজ কোচ সান্তোস। কোয়ার্টার ফাইনালের আগের সংবাদ সম্মেলনে সান্তোস বলেন, সে পর্তুগালের ক্যাপ্টেন। অথচ থাকতে হচ্ছে বেঞ্চে। এটা নিশ্চয়ই খুশি হওয়ার মতো বিষয় নয়।

তিনি আরও বলেন, আমি তাকে বলেছিলাম সে প্রথম একাদশে থাকছে না। এটা ভালো আইডিয়া কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিল ক্রিস্টিয়ানো। অবশ্যই সে খুশি ছিল না। খুশি হওয়ার কথাও নয়। তবে সে কাতার ছাড়তে চায়নি।

এদিন সংবাদ সম্মেলনে মূলত রোনালদোকে নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন সান্তোস। এক পর্যায়ে তিনি বলেন, আমি নিশ্চিত করছি সে কাতার ছাড়তে চায়নি। এটা এখানে এখনই শেষ হওয়া উচিত। রোনালদোকে একা থাকতে দিন।