অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল

কিছুক্ষণ পরই  কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারানোর পর ফুরফুরে মেজাজে আছে তিতে-র ছেলেরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ওই ম্যাচের একাদশই রেখেছেন তিতে।

যেখানে গোলবারে থাকা অ্যালসন বেকারের সঙ্গী হিসেবে সেন্টার ব্যাকের দায়িত্বে থাকবেন থিয়াগো সিলভা ও মার্কুইনস। রাইট ব্যাকের দায়িত্বে থাকবেন এদের মিলিতাও। অ্যালেক্স সান্দ্রো হিপ ইনজুরি থেকে সেরে উঠলেও শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা নেই। তাই লেফট ব্যাকের দায়িত্ব থাকছে দানিলোর কাঁধেই।

ক্যাসেমিরো থাকছেন তার জায়গাতেই। মাঝমাঠে তার সঙ্গী হিসেবে থাকবেন লুকাস পাকেতা। ফরোয়ার্ডে নেইমারের দুই পাশে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার পজিশনে থাকছেন রিচার্লিসন।

ব্রাজিল একাদশ

অ্যালিসন বেকার, এদের মিলিতাও, মারকুইনস, থিয়াগো সিলভা, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকেতা, নেইমার, রাফিনিয়া, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।

ক্রোয়েশিয়া একাদশ

লিভাকোভিচ, জুরানোভিচ, লোভরেন, জিভার্দিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোনোজোভিচ, কোভাচিচ, পাসালিচ, ক্রামারিচ ও পেরিসিচ।