বাতিস্তুতার রেকর্ড ভাঙলেন মেসি

লিওনেল মেসিকে কীভাবে আটকানো যায়, তার ছক আগে থেকেই কষে রেখেছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। কিন্তু ফুটবলের ক্ষুদে জাদুকর মেসিকে আটকায় কে! আলবেসিলেস্তদের হয়ে পেনাল্টি থেকে গোল করেছেন মেসি। এটি চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল। এর মধ্যে দিয়ে সাবেক তারকা খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার গত ২০ বছরের রেকর্ড ভেঙে আর্জেন্টিনার হয়ে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন এই জাদুকর।

সেমিফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে ফের্নান্দেজকে ফাউল করেন লিভাকোভিচ। পেনাল্টি দেন রেফারি। স্পট থেকে গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে জালে জড়িয়ে দেন তিনি। এতে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এতেই বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন লিও।

কাতার বিশ্বকাপে এসে মেসি অন্যান্য রেকর্ড কিংবা মাইলফলক কম স্পর্শ করেননি। পেশাদার প্রতিযোগিতা মিলিয়ে ১০০০ ম্যাচ ছাড়িয়েছেন। প্রয়াত গ্রেট ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ৮ গোল অতিক্রম করেছেন। শেষ ম্যাচে তো আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতার ১০ গোলকেও স্পর্শ করেছেন।

বাতিস্তুতা তিন বিশ্বকাপ (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) খেলে ১২ ম্যাচে ১০ গোল করেছিলেন। তার এই রেকর্ড নেদারল্যান্ডসের বিপক্ষেই মেসি স্পর্শ করেন।