মেসি নিশ্চিত করেছেন, কাতারের ফাইনাল তার শেষ বিশ্বকাপ ম্যাচ

৩৫ বছর বয়সী মেসির যে এটাই শেষ বিশ্বকাপ সেটা আগেও শোনা গেছে। কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে আবারও আর্জেন্টাইন তারকা নিশ্চিত করেছেন, রবিবারের ফাইনাল হতে যাচ্ছে বৈশ্বিক মঞ্চে তার শেষ ম্যাচ।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করার পর কাঙ্ক্ষিত সোনালি ট্রফি ছুঁতে মেসির আর এক ম্যাচ বাকি। তাতে ১৯৮৬ বিশ্বকাপের পর তৃতীয় ট্রফিটি উঠবে আর্জেন্টাইন খুদে জাদুকরের হাতে।

তার আগে আর্জেন্টাইন মিডিয়া আউটলেট দিয়ারিও দিপোর্টিতোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বিশ্বকাপের শেষ ম্যাচটা ফাইনালে, এটা অর্জন করতে পেরে আমি খুব আনন্দিত।’

৩৫ বছর বয়সী মেসির এটা রেকর্ড পঞ্চম বিশ্বকাপ। তার আগে আর্জেন্টাইনদের মধ্যে কেবল ডিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাসচেরানো চারটি বিশ্বকাপ খেলেছেন। গতকাল তো গাব্রিয়েল বাতিস্তুতার সর্বোচ্চ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে চূড়ায় বসেছেন তিনি। মেসিকে এসব রেকর্ড তুষ্ট করে কিন্তু তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য হলো দলীয় সাফল্য। আর সেটা হলো শিরোপা জয়, ‘এসব রেকর্ড ভালো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় সাফল্য অর্জন। আমার কাছে এটাই সবচেয়ে বড়। আমরা তার থেকে আর একধাপ দূরে। কঠিন লড়াইয়ের পর এবার অসম্ভবকে সম্ভব করতে সবকিছু উজাড় করে দেবো।’