কোনও অভিযোগ নেই ক্রোয়েশিয়া কোচের

বিশ্বকাপে গতবারের রানার্সআপ হয়ে এবারও কম দ্যুতি ছড়ায়নি ক্রোয়েশিয়া। কিন্তু সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সেই ঝলকটা দেখা যায়নি। ম্যাচ নিয়ে অনেকে নানা ধরনের প্রশ্ন তুললেও ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, হারের পর কোনও ধরনের অভিযোগ নেই তার। বরং মাথা উঁচু করেই বিদায় নেওয়ার জন্য তারা তৈরি।

প্রথমে পেনাল্টি থেকে মেসির শুরুর গোলের পর জোড়া গোল ছিল হুলিয়ান আলভারেজের। তিন গোলে বিধ্বস্ত হয়ে এখন তাদের তৃতীয় স্থান নির্ধারণীতে খেলতে হচ্ছে। পরাজয়ের পর দালিচ বলেছেন, ‘আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করায় তাদের অভিনন্দন। এখন শুধু মাথা উঁচু করে শান্ত থেকে দলগতভাবে তৃতীয় স্থান নির্ধারণীর জন্য লড়াই করতে পারি।’

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ক্রোয়েশিয়াই। কিন্তু অ্যাটাকিং থার্ডে কার্যকরী কিছু করতে পারছিল না। লক্ষ্যে ছিল মাত্র দুটি শট! আর সেগুলোও আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে বিপদে ফেলতে পারেনি। ক্রোয়াট কোচ ভাগ্যের কথা টেনে বলেছেন, ‘অনেক সময় ভাগ্য সহায় থাকে। আবার কখনও থাকে না। ব্যাপারটা এভাবেই চলে। তাই আমাদের অভিযোগ করার কিছু নেই।’