ফাইনালে খেলবেন বেনজেমা?

গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেন করিম বেনজেমা। চোটের কারণে এবারের বিশ্বকাপে নেই, তবে তার বদলিও ঘোষণা করেনি ফ্রান্স। ব্যালন ডি'অর জয়ী বেনজেমার তাই ফাইনালে খেলার ব্যাপারে বাধা নেই।

এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল দিদিয়ের দেশমকে। তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

টুর্নামেন্টের প্রাক্কালে অনুশীলনে উরুতে চোট পাওয়ায় বাদ পড়ার আগে বেনজেমাকে বিশ্বকাপের মূল দলে রাখা হয়েছিল। কিন্তু শেষমেশ চোট পাওয়ায় একটিও ম্যাচ খেলার আগেই ছিটকে যান। সবচেয়ে মজার ব্যাপার যে দেশম কাউকে বেনজেমার জায়গায় আনেননি। যার মানে তিনি এখনও ফেরার যোগ্য। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে ফরাসি কোচ মন্তব্য করতে রাজি হননি, ‘আমি সত্যিই এই প্রশ্নের উত্তর দিতে চাই না’। ফক্স স্পোর্টসকে দেওয়া ওই সাক্ষাৎকারে দ্বিতীয়বার জিজ্ঞেস করে করা হলে দেশম বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থী’।

দেশম বলেন, ফ্লু-এর মতো উপসর্গ কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে। আমরা সবাই সতর্ক থাকার চেষ্টা করছি যাতে এটি ছড়িয়ে না পড়ে।

ফ্রান্স ১৯৬২ সালে ব্রাজিলের পর টানা দুটি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জন্য নামতে চলা প্রথম দেশ হতে চাইছে। তিনি বলেন, আমরা একমাস ধরে খেলোয়াড়দের সঙ্গে একসঙ্গে আছি, এটা কখনোই সহজ নয়। এখন পর্যন্ত সব ঠিক আছে।