রোনালদোদের সঙ্গে থাকছেন না সান্তোস

বিশ্বকাপ ব্যর্থতায় সব কিছু নতুন করে শুরু করতে চাইছে পর্তুগাল। আর নতুন পথচলায় ফার্নান্দো সান্তোস সঙ্গে থাকছেন না। পর্তুগালের কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সান্তোসের ব্যর্থতার পাশাপাশি চলমান বিশ্বকাপে বিতর্কও সঙ্গী ছিল। সর্বকালের রেকর্ড গোলস্কোরার রোনালদোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজিয়েছিলেন। তার পর তো মরক্কোর কাছে ১-০ গোলে হেরেই পর্তুগালের ছিটকে যাওয়া। বিদায় বেলায় সেই সিদ্ধান্তের কথাও উঠে এসেছে তার কথায়, ‘একটি দলকে নেতৃত্ব দিতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। এটা স্বাভাবিক আমি যেটা ঠিক করেছি তাতে সবাই খুশি হয়নি। কিন্তু আমি সব সময় দলের কথা ভেবে এসব সিদ্ধান্ত নিয়েছি।’ 

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল সংস্থা জানিয়েছে, দুই পক্ষ একমত হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে। আর তা করা হয়েছে নতুন করে পথ চলার লক্ষ্যেই।

নিজের কৌশলের জন্য সব সময় সমালোচিত সান্তোস পর্তুগালের দায়িত্ব নেন ২০১৪ সালে। তার পর ১০৯ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই পর্তুগাল ইউরোর শিরোপা জেতে ২০১৬ সালে। ২০১৮-১৯ মৌসুমে ঘরে তুলে নেশন্স লিগ শিরোপাও।

পর্তুগাল এখন নতুন কোচের সন্ধানে। তবে পর্তুগিজ মিডিয়ার সূত্রে বেশ কয়েকজনের নাম ভেসে ভেড়াচ্ছে। সান্তোসের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রোমা কোচ হোসে মরিনহো, জাতীয় অনূর্ধ্ব-২১ দলের কোচ রুই হর্হে এবং লিল কোচ পাউলো ফনেস্কার নাম শোনা যাচ্ছে।