অসুস্থ ফরাসি খেলোয়াড়দের হোটেলেই অবস্থান করতে হচ্ছে

বিশ্বকাপ ফাইনালের আগে ফ্লু ছড়িয়ে পড়েছে ফরাসি শিবিরে। সর্দি-কাশিতে অসুস্থ হয়ে অনুশীলন মিস করেছেন দলের বেশ কয়েকজন। তাদের মধ্যে আছেন রাফায়েল ভারান ও ইব্রাহিম কোনাতে।

অসুস্থতার কারণে ডিফেন্ডার উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর সেমিফাইনালে খেলা হয়নি। সংক্রমণ ছড়িয়ে পড়ায় আক্রান্তরা হোটেল রুমে আইসোলেটেড আছেন বলে জানিয়েছেন স্ট্রাইকার কোলো মুয়ানি। তিনি বলেছেন, ‘অসুস্থ খেলোয়াড়রা রুমে অবস্থান করছেন। তবে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তারা। আপাতত সামাজিক দূরত্ব মেনে চলছেন। কঠোর বিধিও অনুসরণ করতে বলা হচ্ছে তাদের।’

ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে জানিয়েছেন, সংক্রমণ ছড়িয়ে পড়লেও তারা মোটেও শঙ্কিত নন। পাশাপাশি তিনি আশাবাদী ফাইনালের আগে তারা প্রস্তুত হয়ে উঠতে পারবেন, ‘ভাইরাস ছড়িয়ে পড়ায় আমরা ভীত নই। পূর্বসতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমার মনে হয় ফাইনালের আগে সবাই প্রস্তুত হতে পারবে।’    

ভারান ও কোনাতে যদি শেষ পর্যন্ত ছিটকেই যান, সেক্ষেত্রে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ফরাসি কোচ দিদিয়ের দেশকে দল নির্বাচন নিয়ে বিপদে পড়তে হবে।