কিছু ফরাসিও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায়: দেশম

দিদিয়ের দেশম নানান চাপে আছেন। এমনিতে দল ফাইনালে খেলার অপেক্ষায় আছে। শিরোপা ধরে রাখতে হলে আগামীকাল আর্জেন্টিনাকে হারাতে হবে। সেই লক্ষে কৌশল সাজিয়ে যাচ্ছেন। কিন্তু তার আগেই প্রতিপক্ষকে নানাজন নানাভাবে এগিয়ে রাখছেন। কেউ কেউ তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান বলে মন্তব্য করেছেন। মন্তব্যকারীদের মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী সদস্য ডেভিড ত্রেজেগেও আছেন! আছেন আরও অনেকে।

এটা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে হলো ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশমকে। চাপটা বুঝেই ৯৮ বিশ্বকাপ জয়ী অন্যতম ফুটবলার বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালে ম্যাচটিই আসল, তবে কিছু কিছু বিষয়ও বিশেষভাবে উঠে আসছে। আমি জানি, আর্জেন্টিনার মানুষ এবং হয়তো কিছু ফরাসিও মেসির বিশ্বকাপ জয় দেখতে চান।’

তবে বাইরে থেকে যতই বোঝা যাক না কেন আসলে দেশম কতটুকু চাপে আছেন তা তিনিই ভালো বলতে পারবেন। কাতার বিশ্বকাপ জিততে পারলে অনন্য কীর্তি গড়বেন। অধিনায়ক ও কোচ হয়ে একবার করে জিতেছেন। এবার কোচ হয়ে দ্বিতীয়বার শিরোপার স্বাদ নেওয়ার সুযোগ আছে। তাই তো সবকিছু পরিষ্কার করেছেন এভাবে, ‘আমি চিন্তিত নই, চাপেই নেই। এমন ম্যাচের জন্য প্রস্তুতিপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। সেভাবে দলকে সাজাচ্ছি।’

এই ম্যাচে মেসিকে ঘিরে আলোচনা কম হচ্ছে না। কেউ না কেউ মেসির প্রসঙ্গ তুলে আনছেন। তবে ফ্রেঞ্চ গোলকিপার হুগো লরিস শুধু মেসিকে নিয়েই ভাবতে চাইছে না, ‘এই প্রতিযোগিতাটি অনেক গুরুত্বপূর্ণ, সেখানে আলাদা করে একজন খেলোয়াড়ের ওপর দৃষ্টি দেওয়া ঠিক হবে না। এটা দুই গ্রেট ফুটবল জাতির মধ্যে ফাইনাল। তবে মেসির মতো এমন খেলোয়াড়ের মুখোমুখি হতে হলে তার দিকে আলাদা নজর দিতেই হয়। কিন্তু ম্যাচটা শুধু তাকে নিয়ে নয়। অন্যরা আছে।’