ঘরে বসেই মেসিদের খেলা উপভোগ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফাইনাল দেখতে কাতার উড়ে যাচ্ছেন বিশ্বের অনেক রথী-মহারথী। লুসাইল স্টেডিয়ামে থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। কিন্তু যে দেশটি ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ সেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট কিন্তু কাতার যাচ্ছেন না! আলবের্তো ফার্নান্দেস জানিয়েছেন, তিনি ঘরে বসেই টিভিতে উপভোগ করবেন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’।

টুইটারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেস বলেছেন, ‘আমার লক্ষাধিক স্বদেশি ভক্তের মতো আমিও বিশ্বকাপ ফাইনাল ঘরে বসেই উপভোগ করবো।’

ঘরে বসে খেলা দেখার আলাদা কারণও আছে। তিনি তার ব্যাখ্যায় বলেছেন, ‘চমৎকার মুহূর্তটি নিয়ে আমি এভাবেই বেঁচে থাকতে চাই, যেভাবে এতদিন করেছি নিজ দেশের মানুষের সঙ্গে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমাদের সেরা যারা তারা মাঠে থাকবে। আর স্ট্যান্ডে থাকবেন মহিমান্বিত দর্শকরা।’

আর্জেন্টিনোস জুনিয়র্সের পাঁড়ভক্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট। যে দলটি থেকে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার উত্থান।