ফাইনালে নামতেই ইতিহাসের পাতায় মেসি

ক্লাব ফুটবল মেসিকে সব কিছু দিলেও বিশ্বকাপ কখনও তাকে দুহাত ভরে দেয়নি এতদিন। কাতার বিশ্বকাপ অবশ্য ব্যতিক্রমী কিছুরই ইঙ্গিত দিচ্ছে। প্রথমবার নকআউটে গোল করার কীর্তি গড়া এই আসরেই। এবার তো বিশ্বকাপের প্রথম খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়লেন ফাইনালে।

এতদিন বিশ্বকাপে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল জার্মান লিজেন্ড লোথার ম্যাথাউসের। জার্মানির হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিনেই মেসি জার্মান কিংবদন্তিকে ছুঁয়েছেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গে এবার অনন্য উচ্চতায় উঠলেন তিনি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন।      

অবশ্য একই ম্যাচে আরেকটি রেকর্ডও হাতছানি দিয়ে ডাকছে তাকে। ২৩ মিনিট খেলতে পারলেই পাউলো মালিদিনির বিশ্বকাপে বেশি সময় খেলার রেকর্ড ভাঙবেন। মালদিনির রেকর্ডটা ২২১৬ মিনিটের।

এক নজরে বিশ্বকাপে বেশি ম্যাচ খেলা তারকারা

১. লিওনেল মেসি (২৬ ম্যাচ)

২. লোথার ম্যাথাউস (২৫ ম্যাচ)

৩. মিরোস্লাভ ক্লোসা (২৪ ম্যাচ)

৪. পাউলো মালদিনি (২৩ ম্যাচ)

৫. লুকা মরদিচ (২২ ম্যাচ)