গোল্ডেন বল মেসির, বুট এমবাপ্পের

২০১৪ সালেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছিলেন মেসি। কিন্তু ফাইনালে পরাজয়ের গ্লানি তাকে গ্রাস করেছিল। এবার অবশ্য ফুটবল দেবতা দুহাত ভরে দিয়েছে তাকে। ৭ গোল করেছেন, করিয়েছেন তিনটি। তাতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল ঠিকই উঠলো বিশ্ব জয়ী মেসির হাতে। 

অপর দিকে ৮ গোল করে সোনার জুতা তথা গোল্ডেন বুট জিতেছেন ফাইনালের হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পে। সেরা গোলকিপার তথা গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার বীর এমি মার্তিনেজ। বিশ্বকাপে ৭ ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছেন ৩টি। শুটআউটে সেভ করেছেন ৩টি পেনাল্টিও। যার মধ্যে একটি ছিল ফাইনালে।

২৩ বছর বয়সী এমবাপ্পে আবার প্রথম ফরাসি তারকা যিনি সোনার জুতা জেতার গৌরব অর্জন করেছেন। জাস্ট ফন্টেইন ১৯৫৮ বিশ্বকাপে রেকর্ড ১৩ গোল করলেও তখন এই পুরস্কার চালু হয়নি। গত বিশ্বকাপে গ্রিয়েজম্যান গোলদাতার তালিকায় দ্বিতীয় হয়েছিলেন।   

গোল্ডের বুট জেতা এমবাপ্পে বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় হ্যাটট্রিকের নজির গড়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে প্রথমবার কীর্তিটি করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।  

১৯৮২ সালে গোল্ডেন বল চালু হওয়ার পর মেসি তৃতীয় আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার জয়ের নজির গড়লেন। ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনাও গোল্ডেন বল জিতেছিলেন।