আবারও ফিরে আসবো: এমবাপ্পে

কাতার বিশ্বকাপে ৮ গোল করেছেন। ফাইনালে হ্যাট্রিক। জিতেছেন সোনার জুতা তথা গোল্ডেন বুট। তবুও লুসাইল স্টেডিয়ামের ফাইনালের ট্র্যাজিক হিরো তিনি। আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স।

ম্যাচের পর থেকে টু শব্দ নেই কিলিয়ান এমবাপ্পের। অবশেষে জানলেন ’আবার ফিরে আসবো’। নিজের ভ্যারিফাইড টুইটারে সোনার বুটসহ নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবার ফিরে আসবো’।

১২০ মিনিটের খেলার শেষে টাইব্রেকারেও একটি গোল করেন এমবাপ্পে। তার পা থেকে আসা বল কোনও ভাবেই আটকাতে পারেননি বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

কিন্তু হ্যাটট্রিক করেও ফাইনালের ট্র্যাজিক নায়ক হয়ে থেকে যেতে হয়েছে এমবাপ্পেকে। তার দল হেরে গিয়েছে। দিনের শেষে এমবাপে ফ্রান্সের পরাজিত সৈনিক।

জিততে না পারার গ্লানি রবিবার ম্যাচের শেষে তার চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছিল। সর্বোচ্চ গোলদাতা হিসাবে সোনার বুট নেওয়ার সময়ও সামান্য হাসতে দেখা যায়নি তাকে।