ট্রফি নিয়ে বাড়ির পথে মেসিরা

এক মাসের যুদ্ধ শেষ। এবার বাড়ি ফেরারে পালা। তাও ৩৬ বছরের খরা ঘুচিয়ে চ্যাম্পিয়ন হয়ে। দেশের মানুষের সঙ্গে উদযাপন করতেই বিমান ধরেছেন লিওনেল মেসিরা।

আর্জেন্টিনা সময় অনুযায়ী, সোমবার মধ্যরাত বা মঙ্গলবার ভোরে বুয়েন্স আয়ার্সে অবতরণ করতে পারে মেসিদের বিমান। বাংলাদেশ সময়ে মঙ্গলবার দুপুর বা বিকালে।

ইতোমধ্যেই রোমে পৌঁছেছেন মেসিরা। সেখানে পৌঁছানোর পরই ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রফি হাতে নিয়ে ছবি পোস্ট করেন মেসি। যদিও তখন বিমানে ছিলেন তিনি।

মেসিরা বিশ্বকাপ জেতার পর থেকেই আর্জেন্টিনার রাজধানী  বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ।

জয়ের কয়েক মুহূর্তের মধ্যেই হাতে পতাকা, মাথায় হ্যাট, গায়ে আর্জেন্টিনার বিখ্যাত হালকা নীল ও সাদা জার্সি পরে আর্জেন্টাইনরা বুয়েন্স আয়ার্সে বিভিন্ন চত্বরে জড়ো হন। দেশের বিভিন্ন স্থানে উদযাপনে মেতে ওঠেন তারা। মেসিদের স্বাগত জানাতে পুরো বুয়েন্স আয়ার্স এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।