আর্জেন্টিনায় আজ সাধারণ ছুটি

৩৬ বছর ধরে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের প্রাণকেন্দ্র ওবেলিস্ক যেন এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল। ধরা দিচ্ছিল না কাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বকাপ। এবার যখন ধরা দিলোই, তখন আলবিসেলেস্তেদের ঐতিহ্যের অংশ হয়ে পড়া ক্রীড়া উৎসবের এই প্রাণকেন্দ্রের জন্য দেওয়া হলো সরকারি ঘোষণা। সবার উৎসবের জন্য মঙ্গলবার আর্জেন্টিনায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।

সোমবার স্থানীয় সময় গভীর রাতে আর্জেন্টিনায় পৌঁছে গেছে বিশ্বজয়ী মেসির দল। আপাতত বিমানবন্দরের কাছে ফেডারেশনের ট্রেনিং সেন্টারেই তারা রাত কাটাবেন।

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন টুইট করে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে মেসিরা ওবেলিস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। যেখানে ভক্তসহ ট্রফি নিয়ে উৎসব করবেন মেসিরা।

কাঙ্ক্ষিত ট্রফি জয়ের পর মেসি তো বলেই দিয়েছেন, উৎসবের এই মুহূর্তটা কতটা উন্মদনা ছড়ায় তা তিনি দেখার অপেক্ষায়, ‘আমি আর্জেন্টিনায় ট্রফি নিয়ে দেখতে চাই তা কতটা উন্মাদনার জন্ম দিতে পারে। আমার আর তর সইছে না।’