জয় দিয়ে শুরু আবাহনীর

ম্যাচে আধিপত্য করলো আবাহনী লিমিটেড। কিন্তু একটির বেশি গোল পেলো না। জয়সূচক গোলটি এসেছে আত্মঘাতী থেকে। মন্জুরুর রহমান মানিকের লক্ষ্যভেদে ফেডারেশন কাপ ফুটবলে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আকাশী-নীল জার্সিধারিরা ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে ।

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার শুরু থেকে ছিল আবাহনীর দাপট। কিন্তু কিছুতেই প্রতিপক্ষের গোলমুখ উন্মুক্ত করা যাচ্ছিলো না। সি গ্রুপে আবাহনী লিমিটেড প্রথম ম্যাচ খেলতে নেমে একমাত্র গোলটি পেয়েছে বিরতির ঠিক ৫ মিনিট আগে।

ম্যাচ ঘড়ির ৪০ মিনিটে আবাহনী এগিয়ে যায়।  রহমত মিয়ার লম্বা থ্রো-ইন থেকে গোলকিপার তুষার ঠিকমতো প্রতিহত করতে পারেননি, ফিরতি বলে বক্সের ভিতরে পিটার এনরোচ লক্ষ্যে সাইড ভলি নেন; আবারও গোলকিপার ফেরান। তবে সামনে থেকে নাবীব নেওয়াজ জীবন শট নিলেও  মন্জুরুর রহমান মানিকের শরীরে লেগে শূন্যে উঠে গেলে গোললাইন থেকে হেডেই ক্লিয়ার করতে গিয়ে নিজেই জড়িয়ে দেন জালে!

তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া হয় মারিও লেমসের দলের। রহমতের থ্রো-ইন প্রতিপক্ষ ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি,  নাইজেরিয়ান এনরোচের মাথা হয়ে মেরাজ হোসেন পেয়ে সুন্দর সাইড ভলি নিলেও তা পোস্টে লেগে প্রতিহত হয়।

প্রথমার্ধে পুলিশ একটি ভালো সুযোগ পেয়েছিল। পালাসিওর ক্রস গোলকিপার শহিদুল আলম সোহেল ফিরিয়ে দেন, ফিরতি বলে অধিনায়ক কোমলের শট ক্রস বারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি সার্ভিসেস দলটির।

বিরতির পর আবাহনীর দাপট চলতে থাকে। কিন্তু গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও সফল হতে পারেনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী দলটি।

৬৯ মিনিটে বক্সের ভিতরে বল পেয়ে কলিনদ্রেস  শট নেওয়ার আগে ডিফেন্ডার শ্যামল ক্লিয়ার করে গোল হতে দেননি।

৭ মিনিট পর কলিনদ্রেসের ক্রসে দুই ডিফেন্ডারর মাঝে রহিম উদ্দিন বল পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

যোগ করা সময়ের শেষ দিকে  বক্সের ভিতরে বল পেয়ে বদলি এলিটা কিংসলের জোরালো শট দূরের পোস্ট দিয়ে যায়। শেষ পরযন্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।