চার মিনিটের ২ গোলে জিতলো ইউনাইটেড

প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পেল না। তিনটি গোলই হলো বিরতির পর। ম্যানচেস্টার সিটি শুরুতে গোল করে জয়ের পথে ছিল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড হতোদ্যম হয়নি। চার মিনিটের চমকে সবকিছু ওলট-পালট করে দিয়েছে। দুর্দান্তভাবে দুই গোল দিয়ে প্রতিপক্ষকে ছিটকে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই দুই গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে রেড ডেভিলদের।

শনিবার (১৪ জানুয়ারি) ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওয়ালার দলকে।

ওল্ড ট্র্যাফোর্ডে সিটির বিপক্ষে টানা তিনবার হারের পর জয় দেখলো ইউনাইটেড। ম্যাচে বল দখলে সিটি এগিয়ে থাকলেও ইউনাইটেড সুযোগ বেশি তৈরি করেছে। ১০ ও ৩৪ মিনিটে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করা যায়নি। ফের্নান্দেজ ও রাশফোর্ডের শট লক্ষ্যে থাকেনি।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় সিটি। ফোডেনের বদলি নেমে ৬০ মিনিটে গোল করেন গ্রিলিশ। ডান দিকে বাইলাইনের কাছাকাছি থেকে ডি ব্রুইনের ক্রসে লাফিয়ে হেডে জাল কাঁপান ইংলিশ মিডফিল্ডার।

৭৮তম মিনিটে মাঝমাঠ থেকে কাসেমিরোর পাসে দেন র‍াশফোর্ডের উদ্দেশে। তবে বক্সের প্রান্ত থেকে বল পেয়ে  জোরাল শটে জাল খুঁজে নেন ফের্নান্দেজ।

চার মিনিট পরই আবারও উৎসব করেছে ইউনাইটেড। গারনাচোর পাসে স্লাইডে ব্যবধান দ্বিগুণ করেন র‍াশফোর্ড।

১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে ইউনাইটেড। সমান ম্যাচে তৃতীয় হারের স্বাদ নেওয়া সিটি ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে। আর্সেনাল ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।