আবাহনীর জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল, বলছেন পর্তুগিজ কোচ

একে তো ছিল মর্যাদার লড়াই। তার ওপর আবার প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে থাকার জন্য জয়টা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। আবাহনী লিমিটেড সমর্থকদের হতাশ করেনি। জয় নিয়েই মাঠ ছেড়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ঐতিহ্যবাহীরা। দুই অর্ধে একটি করে গোলের সুবাদে আকাশি-নীল জার্সিধারীরা জয় উৎসব করেছে। পিটার নোরাহ ও দানিয়েল কলিনদ্রেস ছিলেন জয়ের নায়ক।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ১১ মিনিটেই প্রথম গোল পায় আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার নোরাহ দেখেশুনে বাঁ পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে আবাহনীকে উল্লাসে ভাসিয়েছেন।

দ্বিতীয় গোলটি আসে ৫৭ মিনিটে। প্রথম গোলে অ্যাসিস্ট ছিল কলিনদ্রেসের। দ্বিতীয় গোলটি অবশ্য নিজেই করেছেন তিনি। একপেশেভাবে ম্যাচ জেতার পর আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস তো ভীষণ খুশি। কুমিল্লা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এমন জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে ড্র হয়েছে। আজ জয় পেলাম। তাতে করে সামনের দিকে এগিয়ে চলার জন্য দল ভালো রসদ পেলো।’

ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে লেমস বলেছেন, ‘আমরা সুযোগ কাজে লাগাতে পেরেছি। ওদের রক্ষণে বার বার হানা দিয়েছি, সফলও হয়েছি। ওরা কিছু সুযোগ পেলেও গোল দিতে পারেনি।’

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে আবাহনী। লেমস অবশ্য এখনই হাল ছেড়ে দিচ্ছেন না, ‘আসলে এখনও লিগের অনেক ম্যাচ বাকি। মাঠে নিজেদের খেলাটা খেলবো। জয়টাই আমাদের জন্য বড় বিষয়। এরপর দেখা যাবে অন্যরা কতদূর কী করতে পারে।’