ভারতকে হারাতে চায় বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শুরুটা দারুণ  করেছে বাংলাদেশ। নিজেদের মাঠে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা হয়েছে। রাউন্ড রবিন লিগ পর্বে এবার বাধা আরেক শক্তিশালী দল ভারত। তবে যতই শক্তিশালী হোক না কেন,  তাদের হারিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাইছে স্বাগতিকরা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে দুই ফেভারিট দল।

এই অঞ্চলে নারীদের ফুটবলে ভারত অন্যতম শক্তিশালী দেশ। সাফে প্রচুর ট্রফি জিতেছে তারা।  তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সাফল্য পাচ্ছে। ভারতের আধিপত্য কিছুটা হলেও খর্ব করেছে গোলাম রব্বানী ছোটনের দল।

রবিবার সাফের বয়সভিত্তিক আসরে দ্বিতীয় ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ার পরিকল্পনা ছোটনের,‘ভারত এই অঞ্চলে (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখী হয়েছে। তাদের বিপক্ষে ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি, ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

এই ম্যাচে অধিনায়ক শামসুন্নাহারকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে। চোটের কারণে তাকে প্রথম ম্যাচের পর হাসপাতালে যেতে হয়েছিল। বাংলাদেশ কোচ অবশ্য ভারতের বিপক্ষে শামসুন্নাহারকে পাওয়ার সুযোগ দেখছেন। এরই মধ্যে অনুশীলনও করেছেন এই ফরোয়ার্ডার। ম্যাচের আগ পর্যন্ত তার শারীরিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ।

ভারতের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না তা বলেই দেওয়া যায়। প্রথম ম্যাচে ভারত ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। সেই ম্যাচে হ্যাটট্রিকের হ্যাটট্রিক হয়েছে! লিন্ডা কম,আনিতা কুমারি ও নেহা হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দেন। তাই এই ত্রয়ীর দিকেও আলাদা দৃষ্টি রাখতে হচ্ছে বাংলাদেশ কোচকে।

ভারতের কোচ ময়মল রকি অবশ্য বাংলাদেশকে সমীহ করছেন। ম্যাচের আগে বলেছেন,‘আমি ওদের খেলোয়াড়দের দেখেছি। অবশ্যই বলব, মেয়েদের ফুটবলে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো করছে। আমাদের পরের ম্যাচ ওদের বিপক্ষে; এটা আমাদের জন্য সহজ ম্যাচ হবে না। পরের ম্যাচে আমরা শতভাগ দেবো। দেখা যাক কী ফল হয়।’