পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে বার্সা

লা লিগায় এমনিতেই শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ রবিবার রাতে মায়োর্কার কাছে ১-০ গোলে হেরে আরও বড় ধাক্কা খেয়েছে তারা। পরের ম্যাচে বার্সা ৩-০ গোলে সেভিয়াকে হারিয়ে মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে।

শুরুতে অধিনায়ক সের্হিয়ো বুশকেৎজকে ইনজুরিতে হারালেও ম্যাচের বেশিরভাগ নিয়ন্ত্রণে ছিল বার্সার। তার পরেও প্রথমার্ধ ছিল গোলহীন। সেভিয়া গোলকিপার ইয়াসিন বুনোকে সেজন্য কৃতিত্ব দিতে হবে। দু’বার রবের্ত লেভানদোভস্কিকে গোল বঞ্চিত করেছেন।

বিরতির পরই আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। ৫৮ মিনিটে সেভিয়ার রক্ষণ ভাঙতে বড় অবদান বদলি হয়ে নামা ফ্রাঙ্ক কেসির। তার বাড়ানো বলে দলকে এগিয়ে দিয়েছেন আলবা।

১২ মিনিট পর জাল কাঁপিয়েছেন গাভি। রাফিনহার লো ক্রসে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৯ মিনিটে আলবার ক্রসে রাফিনহা করেছেন তৃতীয় গোল।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলে ১৫ ম্যাচ অপরাজিত বার্সা। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটির সংগ্রহ ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট। আট পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪৫। 

অপ্রতিরোধ্য থাকায় বার্সা কোচ জাভি হার্নান্দেসও স্বস্তি প্রকাশ করে বলেছেন, ‘আমাদের টানা অপরাজেয় ম্যাচ রয়েছে। আজকের ম্যাচটাও ভালো ছিল। আমি সন্তুষ্ট এবং আনন্দিত। আজ অনেক সুযোগ তৈরি করেছি। এখন ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছি। তাই দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে খেলা এখনও বাকি।’