ধ্বংসস্তূপের নিচেই মিললো ফুটবলার আতসুর মরদেহ  

তুরস্কের ভূমিকম্পে ক্রিস্তিয়ান আতসুকে আহত অবস্থায় জীবিত উদ্ধারের খবর মিলেছিল। একদিন পর অবশ্য তার এজেন্ট দাবি করে দুর্যোগের পর কোনও হদিস খুঁজে পাওয়া যায়নি তার। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর নিজের বাসস্থানের ধ্বংসস্তূপের নিচেই মিললো তার মরদেহ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। 

আতসু তুরস্কের ক্লাব হাতাইস্পোরের হয়ে খেলতেন। খেলেছেন ঘানার জাতীয় দলেও। ৩১ বছর বয়সী আতসু প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চেলসির হয়েও খেলেছেন। 

ভূমিকম্পের পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান তার এজেন্ট। তিনি ওই সময় হাতাই সিটিতে নিজস্ব অ্যাপার্টমেন্টেই ছিলেন। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে যা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।     

আতসুর তুর্কি এজেন্ট মুরাত উজুনমেহমেত গোলডটকমকে খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিজে আতসুর মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে তার ফোনও উদ্ধার করা হয়েছে।’

ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে পরিবারের সঙ্গে দেখা করতে দেশে ফিরে যাওয়ার কথা ছিল আতসুর। কিন্তু দলকে জেতানোর পর ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেন। তুরস্কের শীর্ষ লিগে খেলা হাতাইস্পোরে আতসু যোগ দেন গত সেপ্টেম্বরে।