তুরস্কের ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন হাতাইস্পোর ফুটবল ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুত। ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মতো তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আতসুকে মৃত উদ্ধারের কয়েকদিন পর ধ্বংসস্তূপ থেকে সাভুতের মরদেহও উদ্ধার করা হয়েছে।
৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর থেকে সাভুত নিখোঁজ ছিলেন। তার মরদেহ আতসুর মরদেহের কাছাকাছি স্থান থেকেই উদ্ধার করা হয়েছে। আতসুকে গত সপ্তাহে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সাভুতের মরদেহ উদ্ধারের খবর টুইটারে নিশ্চিত করেছে হাতাইস্পোর। সেখানে তারা বলেছে, ‘স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুতকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের শিক্ষককে কখনো ভুলবো না। আপনি সব সময় আমাদের হৃদয়েই থাকবেন।’
সাভুতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন এবং সেখানকার শীর্ষ ফুটবল ক্লাব। তাদের মধ্যে রয়েছে গেলাতাসারে ও ফেনারবাচেও।