দুর্বৃত্তদের হুমকি আর্জেন্টিনার সঙ্গে মেসির দূরত্ব বাড়াবে!

আর্জেন্টিনার অন্যতম বৃহত্তর শহর রোজারিও। সেখানে দিন দিন বেড়েই চলেছে অপরাধমূলক কার্যক্রম। মাদক কারবারিদের দাপটে অনেকের জীবন হুমকির মুখে। এমনকি লিওনেল মেসিকেও প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই কারণে স্বদেশের সঙ্গে তার ও তার পরিবারের দূরত্ব বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করলেন নিউওয়েল’স ওল্ড বয়েজের কোচ গ্যাব্রিয়েল হেইঞ্জ।

বৃহস্পতিবার খুব সকালে মেসির স্ত্রী আন্তোনিও রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন একটি সুপারমার্কেটে গুলি চালায় দুর্বৃত্তরা। তারপর একটি চিরকুট রেখে যায়, ‘মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিও মেয়, পাবলো) জ্যাভকিনও একজন মাদক কারবারি, সে তোমাকে রক্ষা করতে পারবে না।’

এই ঘটনাকে মেসি যে ছোট করে দেখবেন না, সেটা বলাই যায়। এমনকি দেশে ফেরা নিয়েও দ্বিতীয়বার ভাবতে হবে তাকে। সামনে পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব জয়ী আর্জেন্টিনা।

মেসির সঙ্গে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ড্রেসিংরুম ভাগাভাগি করা হেইঞ্জ বললেন, ‘এটা প্রত্যেকের জন্য হুমকি। অবশ্যই এটা লিও ও যে কারো জন্য দূরত্ব বাড়াবে। আমরা এখন এটা নিয়ে কথা বলছি কারণ এখানে লিও জড়িত। কিন্তু আরো অনেকে আছে যারা ফিরতে চায় (আর্জেন্টিনায়)।’

তিনি আরো বলেন, ‘আমাদের খেলোয়াড় হওয়ায় তাকে নিয়ে আমরা কথা বলছি, আরেকটি কারণ আমার সঙ্গে সম্পর্ক (মেসির)। কিন্তু সবকিছুই পাগলামি এবং এটা আপনাকে অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করবে।’