ম্যানসিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেলো আর্সেনাল

১২ ম্যাচে জয় ছিল না ক্রিস্টাল প্যালেসের। দলের দুরাবস্থায় কোচ ছাঁটাই করেও লাভ হলো না। তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে আর্সেনাল। তাতে প্রিমিয়ার লিগে নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেছে গানাররা।

২৮ মিনিটে মার্তিনেল্লি ও ৪৩ মিনিটে বোকায়ো সাকার গোলে প্রথমার্ধেই আর্সেনাল দুই গোলে এগিয়ে গেছে। দ্বিতীয়ার্ধে লিয়ান্দ্রো ট্রোসার্ডসের অ্যাসিস্টে ৫৫ মিনিটে স্কোর ৩-০ করেছেন গ্রানিত জাকা। ৬৩ মিনিটে জেফরি স্ক্লুপ প্যালেসের হয়ে একটি গোল শোধ দিলেও তারা সেটা কাজে লাগাতে পারেনি। ৫ ম্যাচে এটাই তাদের প্রথম গোল! ৭৪ মিনিটে সাকা জোড়া গোলের দেখা পেয়ে তাদের ম্যাচ থেকেই ছিটকে দিয়েছেন।

বলা যায় ইউরোপা লিগে স্পোর্তিং লিসবনের কাছে পেনাল্টিতে পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মাইকেল আর্তেতার দল। মার্তিনেল্লির গোলের পর আর্সেনালকে আটকানোর কোনও ক্ষমতা ছিল না প্যালেসের। সাকার দ্বিতীয় গোলটি আবার ভার রিভিউর পর নিশ্চিত হয়েছে। লিগে অপ্রতিরোধ্য আর্সেনালের এটি টানা ষষ্ঠ জয়।      

পয়েন্ট টেবিলে প্যালেস ১২তম স্থানেই রয়েছে। ২০০৩-০৪ মৌসুমের পর শিরোপা জয়ের লক্ষ্যে থাকা আর্সেনাল ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুইয়ে।