মেসির নতুন চুক্তি নিয়ে পিএসজিই নিশ্চিত নয়

প্রতিটি দিন যাচ্ছে, লিওনেল মেসির ফ্রি এজেন্ট হওয়া ততই ঘনিয়ে আসছে। এই মৌসুমে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।

ক্লাব ফুটবলে এখন অন্যতম আলোচিত বিষয় আর্জেন্টিনার অধিনায়কের চুক্তি। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সম্প্রতি জানান, গত ডিসেম্বরে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে মৌখিক নিশ্চয়তা দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

তবে এখনও কোনও অগ্রগতি নেই, তাই ফ্রান্সে মেসির থাকা নিয়ে শঙ্কা বাড়ছে। গত কয়েক দিন ধরে রিপোর্ট, এই মৌসুম শেষে বার্সেলোনায় ফেরার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

সবশেষ লে’কিপ দাবি করেছে, পিএসজিই নিশ্চিত নয়, তারা মেসির সঙ্গে নতুন চুক্তি করতে চায় নাকি চায় না! রোববার লিগ ওয়ানে রেনের বিপক্ষে ঘরের মাঠে পিএসজির হারের দিনে ক্লাবের সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার পর এমন আশঙ্কা তৈরি হয়েছে।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর বার্সেলোনার সাবেক অধিনায়ক সরাসরি টানেলে চলে যান। সমর্থকদের সঙ্গে সতীর্থদের ভাব আদানপ্রদানে যোগ দেননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

ক্লাবের সমর্থকরা যেখানে মেসিকে পছন্দ করছে না, সেখানে তার সঙ্গে চুক্তি নবায়ন করা উচিত হবে কি না সংশয়ে পিএসজি।

লে’কিপ বলছে, ক্লাব লিজেন্ডকে এমন অবস্থায় দেখে আর্থিক দুর্দশার মধ্যেও তাকে ফেরাতে কোমর বেঁধে নামছে বার্সা। অন্যদিকে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা তাকে নিয়ে ইউরোপ জয়ের মিশনে দুইবারই ব্যর্থ হওয়ার পর নতুন প্রজেক্ট আনতে যাচ্ছে, সেখানে মেসিকে না রাখাই উত্তম মনে করছে তারা।