মেসিকে বার্সায় ফেরাতে লাপোর্তার দিকে তাকিয়ে আগুয়েরো

সার্জিও আগুয়েরো মনে করেন লিওনেল মেসি বার্সেলোনায় ফিরবেন। ক্লাব কোনও ব্যবস্থা নিলে তা দ্রুত হবে। ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তাকে এই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান করলেন তিনি।

২০২১ সালের গ্রীষ্মে বার্সা থেকে অশ্রুসিক্ত বিদায় নেন মেসি। দুই বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে, এই গ্রীষ্মে সেখানেও মেয়াদ শেষ হতে চলেছে। তারপর ফ্রি এজেন্ট। এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে কোনও খবর শোনা যায়নি। 

মেসির আর্জেন্টাইন সতীর্থ আগুয়েরো মনে করেন, লাপোর্তা পদক্ষেপ নিলে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর ন্যু ক্যাম্পে ফেরার সম্ভাবনা প্রবল।

জেরার্ড পিকের কিংস লিগের টুইচ সেশনে আগুয়েরো বললেন, ‘আমার মনে হয়, লিও মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা ৫০ শতাংশ। লিওর বার্সায় অবসর নেওয়া উচিত বলে মনে করি আমি। বার্সেলোনা তার বাড়ি, ওখানেই তার ক্যারিয়ার শেষ করা উচিত। যদি প্রেসিডেন্ট লাপোর্তা পদক্ষেপ নেন, মেসির বার্সায় ফেরা সন্নিকটে মনে হয়।’