‘জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল না’

শৌখিন ফুটবলার নিয়ে এসে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরেছে সেশেলস। তবে ম্যাচ হারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পূর্ব আফ্রিকার দলটি। এমন ম্যাচে হারের পর সেশেলস কোচ তো বলেই দিয়েছেন, ‘জয়টা বাংলাদেশের প্রাপ্য ছিল না।’

৫৩ বছর বয়সী কোচ নেভিল বোথ দাবি করেছেন, ম্যাচে দুই দল প্রায় সমানে সমান লড়েছে। তার ভাষায়, ‘দুই দলই সমান ছিল। কিন্তু বাংলাদেশ এক গোল করে ম্যাচ জিতে নিয়েছে। আমি মনে করি, শারীরিকভাবে আমরা বাংলাদেশের চেয়ে ভালো ছিলাম। সবকিছু মিলিয়ে আমার ছেলেরা খারাপ করেনি, তবে উন্নতির আরও জায়গা আছে। সত্যি বলতে, দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। আশা করছি পরের ম্যাচে ভিন্ন কিছু হতে পারে।’

ম্যাচ হেরে স্বাভাবিকভাবে দলের পারফরম্যান্সে খুশি নয় কোচ। বাংলাদেশ দলের খেলার ধরনের সমালোচনা করে বলেছেন, ‘আমি আমাদের এই পারফরম্যান্সে খুশি নই। তারা (বাংলাদেশ) ফাউল করে সময় ক্ষেপণ করার চেষ্টা করেছে। যদিও ফুটবলে এটা একটি কৌশল। বাংলাদেশ এই জয়ের দাবিদার নয়। ম্যাচ অন্তত ড্র অথবা আমাদের জেতার কথা ছিল। যাই হোক, ম্যাচ হেরেছি, এটাই সত্যি।’