‘স্টুপিড পেনাল্টি’ থেকে ম্যাচ হেরেছি: জামাল ভূঁইয়া

সাদ উদ্দিন হয়তো এমন ভুলের কারণে পরিতাপে পুড়বেন। কেন তার সঙ্গে এমনটি হচ্ছে তা ভেবে চিন্তার অথৈ সাগরে ডুব মারবেন। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। প্রতিপক্ষের একজনের মাথায় আঘাত করে বিপদ ডেকে আনলেন। পেনাল্টি পেলো সেশেলস, তাতেই সর্বনাশ! প্রতিপক্ষ গোল করে লিড নিলো, ম্যাচও জিতলো।

এমন ম্যাচে হারের পর স্বাভাবিকভাবে জামাল-তপুদের মন খারাপ। ম্যাচের শেষ বাঁশি বাজতেই তপুর সঙ্গে তো ওদের খেলোয়াড়দের হাতাহাতির উপক্রম। স্বাগতিকদের অধিনায়ক জামাল ভূঁইয়া তো কিছুতেই হারটাকে মানতে পারছেন না। ঘুরে-ফিরে সেই পেনাল্টির দিকে আঙুল তুলেছেন।

সূর্যের আলো ততক্ষণে কমে এসেছে। কমে আসা আলোতে লাল-সবুজ দলের সবার বিষন্ন চেহারাটা দেখা যাচ্ছিলো। ১-১ এ সিরিজ ড্র হয়েছে। তারপরও শেষ ম্যাচ হেরে কারও মুখে হাসি নেই। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ নিচে থাকা দলটির কাছে প্রথম হারটি যে মানতে পারছেন না কেউই। কোনোরকমে পুরস্কার নিয়ে দায় সেরেছেন সবাই।

মাঠের এক পাশে দাঁড়িয়ে ডেনমার্ক প্রবাসী জামাল তো সরাসরি বলেছেন, ‘মোটামুটি পারফরম্যান্স হয়েছে। আমরা জিততে চেয়েছি। আবারও একটা স্টুপিড পেনাল্টি করেছি। ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। আমরা প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছি। আজকেও তাই হয়েছে। ওরা তা থেকে ম্যাচ জিতেছে। মালদ্বীপ-শ্রীলঙ্কার ম্যাচের মতো অবস্থা হয়েছে।’

এর আগে সাফ ও চার জাতি টুর্নামেন্টে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে পেনাল্টিতে পয়েন্ট হারায় বাংলাদেশ। দুটিতেই সাদ উদ্দিন ছিলেন ‘ভিলেন’। আজ সিলেটের মাঠেও তারই পুনরাবৃত্তি করলেন।

জামাল তাই পরিতাপের সুরে বলেছেন, ‘ম্যাচের একাদশে কোচ কিছু বদল করছে। কিছু নতুন খেলোয়াড় খেলেছে। প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। পরের অর্ধে আধিপত্য দেখিয়েছি। সেশেলসের বিপক্ষে ভালো ম্যাচ হওয়া উচিত ছিল। সেশেলসের কাছে ম্যাচ হেরেছি এটা আমার কাছে এখনও হাস্যকর মনে হয়!’

জুনে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। জামাল চাইছেন তার আগে প্রস্তুতিটা যেন ভালো হয়। ৩২ বছর বয়সী ফুটবলার বলেছেন, ‘সাফের জন্য প্রস্তুতি দরকার আছে। অনেক দিন পর জাতীয় দলে প্রীতি ম্যাচ খেলছি। আমরা সবাই হতাশ। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যে ভুল করছি বার বার, তা থেকে শিক্ষা নিতে হবে।’

৩৭ বছর বয়সী বাংলাদেশ কোচ কাবরেরা হারের অজুহাত দিতে চাইলেন না। দল যে উন্নতি করছে তাই বললেন, ‘ম্যাচটিতে লড়াই হয়েছে। তারা শারীরিক দিক দিয়ে শক্তিশালী ছিল। তাদের বিপক্ষে লড়াই করা কঠিন ছিল। কিংসলে দুই ম্যাচে গোল মিস করেছে। দলের সঙ্গে তাকে আরও বোঝাপড়া বাড়াতে হবে। ট্যাকটিক্যাল কোণ থেকে দেখলে উন্নতি ছিল। গেম আইডিয়া থেকেও। এই ম্যাচটা আগের  ম্যাচের চেয়ে ভালো খেলেছি, প্রতিটি বিভাগে। কিন্তু আমরা ফলের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।’