আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনায় আসা সৌদি কোচের পদত্যাগ

কাতার বিশ্বকাপে সৌদি আরবের অসাধারণ নৈপুণ্যে আলোচনায় ছিলেন কোচ হার্ভে রেনার্ড। তার অধীনেই আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় সৌদি। এই কোচ নতুন চ্যালেঞ্জ নিতে চাকরি ছেড়েছেন সৌদি আরবের। আসন্ন নারী বিশ্বকাপকে সামনে রেখে কোচ হয়েছেন ফরাসি নারী ফুটবল দলের।

সৌদি আরবের ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, রেনার্ডের অনুরোধে চুক্তি বাতিল করতে রাজি হয়েছে তারা।     

৫৪ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান সৌদির কোচ হন ২০১৯ সালে। তার পর বিশ্বকাপে সৌদির পারফরম্যান্স সবারই জানা।

সৌদি আরবের ফুটবল ফেডারেশন তার পরবর্তী অধ্যায়ের জন্য  শুভ কামনা জানিয়েছে। টুইটারে তারা জানিয়েছে, ‘ফ্রেঞ্চ ফেডারেশন থেকে তার কাছে একটা প্রস্তাব এসেছিল। বর্তমান আন্তর্জাতিক উইন্ডোর চার দিন আগে এই খবর জানতে পেরেছি। তার পর বোর্ডের পরিচালকদের সঙ্গে আলোচনা করে তার অনুরোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’  

র‌্যাঙ্কিংয়ের পাঁচে থাকা ফরাসি নারী ফুটবল দল এবারের আসরে প্রথম বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। যে আসরটির যৌথ আয়োজক অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড। টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই।

জেদ্দায় প্রীতি ম্যাচে বলিভিয়ার কাছে ২-১ গোলে সৌদি আরবের পরাজয়ের পর রেনার্ড নিজের নতুন মিশন নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, সৌদি আরবকে যতটা সম্ভব এগিয়ে নেওয়ার কাজটা সমাপ্ত করেছেন তিনি, ‘চার বছরে সৌদি আরবের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই দলের জন্য সর্বোচ্চটা দিয়ে ফেলেছি। এর বাইরে আর যেতে পারছি না। তাই সবার কাছে সৎ থাকাকেই শ্রেয় মনে করেছি। এই চমৎকার সময়ের জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ।’

সৌদির ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন কোচ নিয়োগ দিতে কিছুটা সময় নেবে। জুনের আগে তারা রেনার্ডের উত্তরসূরীর নাম ঘোষণা করবে না। যেহেতু সেপ্টেম্বরে তাদের পরবর্তী ম্যাচ।