লেভানডোভস্কির জোড়া গোলে শিরোপার আরও কাছে বার্সা

লা লিগা টেবিলের শেষ দল এলচের মাঠে গোল উৎসব করলো বার্সেলোনা। শনিবার ৪-০ গোলে জিতেছে তারা। রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে ১৫ পয়েন্টে পেছনে ফেললো কাতালান জায়ান্টরা, বড় ধাপ ফেললো শিরোপার পথে।

২৭ ম্যাচ শেষে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৫৬। ব্যবধান কমানোর লক্ষ্যে রবিবার রিয়াল ভায়াদোলিদকে স্বাগত জানাবে মাদ্রিদ ক্লাব।

লা লিগার শীর্ষ গোলদাতা লেভানডোভস্কি লিগের তিন ম্যাচ গোলশূন্য থাকার পর গোলে ফিরলেন। ২০তম মিনিটে রোনাল্ড আরাউজো হেড করে তার দিকে বল দেন। পোলিশ স্ট্রাইকার গোলমুখের কাছ থেকে জাল কাঁপান।

আনসু ফাতি ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। নিজ অর্ধে ফেরান তোরেসের পাসে বল পেয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন এবং নিচু শটে স্কোর ২-০ করেন।

প্রতিপক্ষকে চেপে ধরে আরও দুটি গোল আদায় করে নেয় বার্সা। ৬৫তম মিনিটে এলচের ডিফেন্স থেকে বল কেড়ে নিয়ে গাভি বক্সের মধ্যে লেভানডোভস্কিকে সুযোগ তৈরি করে দেন। মৌসুমের ১৭তম লিগ গোল করতে কোনও সমস্যা হয়নি পোলিশ স্ট্রাইকারের।

পাঁচ মিনিট পর তোরেস বাঁ দিকের কোনাকুনি শটে মৌসুমের তৃতীয় লিগ গোল করেন।

আগামী বুধবার এই বছরের চতুর্থ এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। ১-০ গোলের লিড নিয়ে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে তারা।