রোনালদোর ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ

‘আশ্রয়হীন’ ক্রিস্টিয়ানো রোনালদোকে গত বছর আশ্রয় দিয়েছিল আল নাসর। তাকে চুক্তি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লাবটির প্রেসিডেন্ট মুসাল্লি আল-মুয়াম্মারের। বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডকে দলে টেনেও হতাশার মৌসুম কাটালো সৌদি আরবের ক্লাব। এই ব্যর্থতার দায়ভার মাথা নিয়ে পদত্যাগ করলেন আল-মুয়াম্মার।

সৌদি গ্যাজেত্তের রিপোর্ট, এই মৌসুমে প্রত্যাশিত ফল না পাওয়ায় এবং খালি হাতে শেষ করতে যাওয়ায় ক্লাব প্রেসিডেন্ট আল-মুয়াম্মার পদত্যাগ করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এবং ক্লাবের বর্তমান পরিচালক বোর্ডও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই, এই মৌসুম শেষ হওয়ার আগেই নতুন বোর্ড ও প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

রোনালদো যোগ দেওয়ার পর ভালোই চলছিল সব। কিন্তু শেষ দুটি ম্যাচ হারের পর নিশ্চিত হয়, খালি হাতে এই মৌসুম শেষ হচ্ছে তাদের। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদ ও কিং কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে হেরে যায় তারা আল ওয়েহদার কাছে।

দলের বাজে ফর্মের কারণে সপ্তাহখানেক আগে কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর। গত কয়েক ম্যাচ ধরে রোনালদোও মাঠে ও মাঠে বাইরে বিতর্কিত হয়েছেন।

এদিকে শোনা যাচ্ছে, রোনালদো আড়াই বছরের চুক্তি শেষ হওয়ার আগেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন। তাকে অ্যাম্বাসেডরের দায়িত্বে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগদানের প্রস্তাব দিয়েছেন মাদ্রিদ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।