দল-বদলের অর্থ নিয়ে মিথ্যাচার করায় গত জানুয়ারিতেই ১৫ পয়েন্ট কাটা পড়েছিল জুভেন্টাসের। কিন্তু ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত সেটি বাতিল করে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পরেও স্বস্তিদায়ক কিছু পায়নি জুভেন্টাস। নতুন শুনানির পর তাদের ১০ পয়েন্ট কর্তণের সিদ্ধান্ত হয়েছে।
নতুন রায় ঘোষণা হয়েছে সোমবার। তাও আবার এম্পোলির বিপক্ষে তাদের ৪-১ গোলে পরাজয়ের আগে। এই পয়েন্ট কর্তণে বেশ বড় ক্ষতি হয়েছে ইতালিয়ান জায়ান্টদের। তারা পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেছে। যা মূলত চ্যাম্পিয়নস লিগ স্পটের বাইরে। সোমবারের এই রায়ের পূর্বেই অবশ্য শিরোপা নিশ্চিত হয়েছে নাপোলির। তখন দুয়েই ছিল জুভেন্টাস। কিন্তু পয়েন্ট কাটায় আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার পথে শঙ্কার মাঝে পড়ে গেছে তারা।
হতাশাজনক এই সিদ্ধান্তের পর জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, ‘অদ্ভুত একটা পরিস্থিতি। ম্যাচ শুরুর দশ মিনিট আগে জানতে পারি আমাদের পয়েন্ট কর্তণ হয়েছে।’
অবশ্য নতুন সিদ্ধান্ত আসার পরও বসে থাকবে না জুভেন্টাস। জানিয়েছে, ইতালির শীর্ষ ক্রীড়া আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুনভাবে আপিল করার অধিকার তাদের আছে।
নতুন রায়ে জুভেন্টাসের সাবেক চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেলি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিউ আরিভাবেনে এবং স্পোর্টিং ডিরেক্টর ফেডেরিকো চেরুবিনি ও ফাবিও পারাতিসির বিরুদ্ধে দেওয়া দীর্ঘ নিষেধাজ্ঞার শাস্তিও বহাল থাকছে।