সিরি আ’য় মৌসুমের দুই ম্যাচ এখনও বাকি। তার আগেই অশোভন আচরণের জন্য কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে ছাঁটাই করেছে জুভেন্টাস। মৌসুমের শেষের অংশের জন্য পাউলো মন্তেরোকে কোচ হিসেবে বেছে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট।
রোমে ইতালিয়ান কাপ ফাইনালে আতালান্তাকে ১-০ গোলে হারানো ম্যাচে মেজাজ হারিয়েছিলেন অ্যালেগ্রি। শেষ দিকে ম্যাচ অশিফিয়ালের সঙ্গে ক্ষুব্ধ আচরণ করেই থেমে থাকেননি। শিরোপা উৎসবের সময় জুভেন্টাসের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর মতো ঘটনা ঘটিয়েছেন। তার পর অ্যালেগ্রির ঘটনা তদন্তে ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল গঠন করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ওই ঘটনার পর শুক্রবার জুভেন্টাস জানিয়ে দেয়, দলটির আর কোচ হিসেবে নেই অ্যালেগ্রি।
মন্তেরো জুভেন্টাসের নতুন কোনও মুখ নন। ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করছেন। এখন বড়দের দলটির দায়িত্ব তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। ৫২ বছর বয়সী এই উরুগুইয়ান কোচ জুভেন্টাসের হয়ে খেলার সময় সিরি আ’র চারটি শিরোপাও জিতেছেন। ডিফেন্ডার হিসেবে তার ক্যারিয়ার বিস্তৃত ছিল ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত।
তার ওপর যে আস্থা আছে সেটা বোঝা গেছে ক্লাবটির বিবৃতি থেকে, ‘পাউলো জুভেন্টাসের কিংবদন্তি একজন। প্রথমত, মাঠের খেলোয়াড় হিসেবে এবং বেঞ্চে দীর্ঘদিন ধরে ক্লাবের ডিএনএ ধারণকারীদের একজন হিসেবে। শুভ কামনা পাউলো।’