পচেত্তিনোকেই কোচ করলো চেলসি

আগে থেকেই সব ছিল ঠিকঠাক। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। সোমবার সেটাও দিয়ে দিলো চেলসি ফুটবল ক্লাব। প্রধান কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর নিয়োগ নিশ্চিত করলো তারা।

টটেনহ্যাম হটস্পার ও প্যারিস সেন্ট জার্মেইর সাবেক কোচকে দুই বছরের জন্য চুক্তি করেছে চেলসি। এক বছর বাড়ানোর পথও খোলা রেখেছে। আগামী ১ জুলাই অন্তর্বর্তীকালীন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ৫১ বছর বয়সী পচেত্তিনো। 

চেলসির মালিকরা এক বিবৃতিতে জানায়, ‘অসাধারণ রেকর্ড নিয়ে মাউরিসিও একজন বিশ্বমানের কোচ। আমরা সবাই তাকে সঙ্গে পেতে অধীর হয়ে আছি।’

প্রিমিয়ার লিগে এবার ১২তম হয়ে মৌসুম শেষ করেছে চেলসি। বাজে একটা মৌসুম গেছে তাদের। এই সময়ে থমাস টুখেল, গ্রাহাম পটার ও ল্যাম্পার্ড ছিলেন দলের দায়িত্বে। সবশেষ ল্যাম্পার্ডের অধীনে ১১ ম্যাচের আটটিই হেরেছে তারা। 

আগামী মৌসুমে ইউরোপিয়ান ফুটবলেও দেখা যাবে না চেলসিকে। এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে তারা। হাই প্রেসিং ও আক্রমণাত্মক কৌশল দিয়ে এবার পচেত্তিনো চেলসির ভাগ্য পাল্টাবেন, সেই প্রত্যাশা মালিকদের।