ইউরোপা কনফারেন্স লিগের ফেভারিট হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় সারির দল নিয়ে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে ফিরতি লেগে ১-০ গোলে জিতে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে তারা। এদিকে ফিওরেন্তিনার হৃদয় ভেঙে শিরোপার লড়াই নিশ্চিত করেছে রিয়াল বেতিস।
মাঠে ম্যানইউর অন্যতম সিনিয়র খেলোয়াড় ২৬ বছর বয়সী কিয়েরনান ডিউসবুরি-হল ৩৮তম মিনিটে একমাত্র গোল করেন। টাইরিক জর্জের নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট জালে বল জড়ান।
ডিউসবুরি-হল বলেছেন, ‘ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা। আর একটি ম্যাচ বাকি, আশা করি আমরা ট্রফি উঁচিয়ে ধরতে পারবো।’
৪-১ গোলে প্রথম লেগ জেতায় এবং প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার মিশন থাকার কারণে এদিন নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেন চেলসি কোচ এনজো মারেস্কা। ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রেগি ওয়ালশ প্রথমবার শুরুর একাদশে জায়গা পান। স্টকহোমে প্রথম লেগে সিনিয়র দলে অভিষেক হয় তার। এছাড়া ১৭ বছর বয়সী জেনেসিস অ্যান্টউই ও শুমাইরা মেউকাকে দ্বিতীয়ার্ধে বদলি নামানো হয়।
এই তরুণ দল নিয়েই জিতে মাঠ ছেড়েছে চেলসি।
অন্য ম্যাচে ফিওরেন্তিনার মাঠে অতিরিক্ত সময়ের খেলায় ২-২ গোলে ম্যাচ ড্র করে প্রথম স্প্যানিশ দল হিসেবে প্রতিযোগিতার ফাইনালে বেতিস। আবদে এজ্জালজৌলি অতিরিক্ত সময়ের গোলে এই সাফল্যের নায়ক। ২-১ গোলে প্রথম লেগ হেরেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ফিওরেন্তিনা। কিন্তু ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ হাসি হেসেছে বেতিস। তাতে করে টানা দুইবার ফাইনাল খেলা ফিওরেন্তিনাকে এবার বিদায় নিতে হলো সেমিফাইনালে।
আগামী ২৮ মে পোল্যান্ডের রকলোতে ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও বেতিস।