X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কনফারেন্স লিগের ফাইনালে চেলসি, প্রতিপক্ষ রিয়াল বেতিস

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ০৬:০৭আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:০৭

ইউরোপা কনফারেন্স লিগের ফেভারিট হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে দ্বিতীয় সারির দল নিয়ে সুইডিশ ক্লাব জুরগার্ডেনকে ফিরতি লেগে ১-০ গোলে জিতে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে তারা। এদিকে ফিওরেন্তিনার হৃদয় ভেঙে শিরোপার লড়াই নিশ্চিত করেছে রিয়াল বেতিস। 

মাঠে ম্যানইউর অন্যতম সিনিয়র খেলোয়াড় ২৬ বছর বয়সী কিয়েরনান ডিউসবুরি-হল ৩৮তম মিনিটে একমাত্র গোল করেন। টাইরিক জর্জের নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট জালে বল জড়ান।

ডিউসবুরি-হল বলেছেন, ‘ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। দীর্ঘ কয়েক মাসের অপেক্ষা। আর একটি ম্যাচ বাকি, আশা করি আমরা ট্রফি উঁচিয়ে ধরতে পারবো।’

৪-১ গোলে প্রথম লেগ জেতায় এবং প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার মিশন থাকার কারণে এদিন নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেন চেলসি কোচ এনজো মারেস্কা। ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রেগি ওয়ালশ প্রথমবার শুরুর একাদশে জায়গা পান। স্টকহোমে প্রথম লেগে সিনিয়র দলে অভিষেক হয় তার। এছাড়া ১৭ বছর বয়সী জেনেসিস অ্যান্টউই ও শুমাইরা মেউকাকে দ্বিতীয়ার্ধে বদলি নামানো হয়।

এই তরুণ দল নিয়েই জিতে মাঠ ছেড়েছে চেলসি।

অন্য ম্যাচে ফিওরেন্তিনার মাঠে অতিরিক্ত সময়ের খেলায় ২-২ গোলে ম্যাচ ড্র করে প্রথম স্প্যানিশ দল হিসেবে প্রতিযোগিতার ফাইনালে বেতিস। আবদে এজ্জালজৌলি অতিরিক্ত সময়ের গোলে এই সাফল্যের নায়ক। ২-১ গোলে প্রথম লেগ হেরেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ফিওরেন্তিনা। কিন্তু ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ হাসি হেসেছে বেতিস। তাতে করে টানা দুইবার ফাইনাল খেলা ফিওরেন্তিনাকে এবার বিদায় নিতে হলো সেমিফাইনালে।

আগামী ২৮ মে পোল্যান্ডের রকলোতে ফাইনালে মুখোমুখি হবে চেলসি ও বেতিস। 

/এফএইচএম/
সম্পর্কিত
৫ ম্যাচ পর জিতেছে চেলসি
২০০২ সালের পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ জিতেছে ইপসউইচ
মাদুয়েকের হ্যাটট্রিকে উলভসকে উড়িয়ে দিলো চেলসি
সর্বশেষ খবর
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ