গার্দিওলার ডাবল অ্যাওয়ার্ডস

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ প্রত্যাবর্তনে এবার ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করেছেন পেপ গার্দিওলা। ছয় বছরে পঞ্চমবার ইংলিশ ফুটবলের সেরা হলো সিটিজেনরা। এই সাফল্যের স্বীকৃতি পেলেন বার্সেলোনার সাবেক কোচ। চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ হলেন গার্দিওলা। একই সঙ্গে লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা হয়েছেন তিনি।

গার্দিওলার সামনে এবার অভূতপূর্ব অর্জনের হাতছানি। ম্যানইউর পর প্রথম ক্লাব হিসেবে ম্যানসিটির ট্রেবল জয়ের সুযোগ। আগামী শনিবার তারা এফএ কাপ ফাইনালে ম্যানইউর মুখোমুখি হবে। তার এক সপ্তাহ পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে ইন্টার মিলানের বিপক্ষে।

২০১৮, ২০১৯ ও ২০২১ সালের পর আরও একবার ইপিএলের বর্ষসেরা হয়ে গার্দিওলা এক ক্লাব বিবৃতিতে জানান, ‘আমি অসাধারণ একটি ফুটবল ক্লাবে আছি এবং এখানে পুরোটা সময় আমি যে সমর্থন পেয়েছি, সেটা ছাড়া এসব সম্ভব হতো না।’

আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের রবার্তো ডি জার্বি, নিউক্যাসল ইউনাইটেডের এডি হাওয়ে, বার্নলির ভিনসেন্ট কোম্পানি ও প্লাইমাউথ আরগাইলের স্টিভেন শুমাখারকে হারিয়ে এলএমএ অ্যাওয়ার্ড জিতেছেন গার্দিওলা।