‘বেনজেমার চলে যাওয়ার সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে’

বিষয়টা অবাক করার মতোই। গুঞ্জন উড়িয়ে রিয়াল মাদ্রিদে থাকার বিষয়ে জোর দিয়েছিলেন করিম বেনজেমা। ৪৮ ঘণ্টার মধ্যেই বদলে যায় তার অবস্থান! ফরাসি স্ট্রাইকার ১৪ বছরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। তার এমন সিদ্ধান্ত মাদ্রিদের অভিজাতদের কাছে বিস্ময় হয়েই এসেছে। এমন কথা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

চলমান মৌসুম শেষে ৩৫ বছর বয়সী বেনজেমা ফ্রি এজেন্ট হিসেবে স্প্যানিশ ক্লাব ছাড়বেন। তার সম্ভাব্য গন্তব্য ধরা হচ্ছে সৌদি প্রো লিগ ক্লাব আল ইত্তিহাদ। বেনজেমার চলে যাওয়ার খবরে আনচেলত্তি অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ম্যাচের পর জানিয়েছেন, ‘তার চলে যাওয়ার খবর আমাদের সবাইকে অবাক করেছে। তবে বিষয়টা বুঝতে হবে। এটা ছিল শেষ মুহূর্তের সিদ্ধান্ত।’

অথচ দলের সঙ্গে স্বাভাবিক নিয়মেই বেনজেমা অনুশীলন করেছেন। কেউ বুঝতে পারেনি তার মনের মধ্যে কী চলছে।  আনচেলত্তির কথা, ‘সে আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। তার পর হঠাৎ এমন সিদ্ধান্ত। আমরা বিষয়টা গ্রহণ করেছি। ওর সঙ্গে সকালেও কথা বলেছি, শুধু বললো চলে যাচ্ছে। আমিও বিষয়টা মেনে নিয়েছি।’