গালতিয়েরকে ছাঁটাই করেছে পিএসজি

ফরাসি লিগ ওয়ান শিরোপা জয়ের পরেও নিজের চাকরি ধরে রাখতে পারলেন না ক্রিস্তফ গালতিয়ের। ফরাসি ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) তাকে ছাঁটাই করেছে বলে জানিয়েছে ইএসপিএন।

এই মৌসুম তার অধীনে লিগ ওয়ান ঘরে তুলেছে পিএসজি। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সাফল্য অধরা থাকায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এবার শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়েছে।

ইএসপিএন জানিয়েছে, মঙ্গলবার পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস গালতিয়েরকে ছাঁটাই করার খবর নিজেই জানিয়েছেন। তার জায়গায় বায়ার্ন কোচ হুলিয়ান নাগলসম্যানকে নিতে ক্লাব কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন আরও জানিয়েছে, তারা সাবেক স্পেন ও বার্সেলোনা কোচ লুইস এনরিকের সঙ্গেও কথা বলেছে। কিন্তু তাদের মূল লক্ষ্য নাগলসম্যান। আর জার্মান কোচ তার সহকারী হিসেবে চাচ্ছেন থিয়েরি অঁরিকে।

নিসকে ২০২১-২২ মৌসুমে নবম স্থানে নিয়ে এসে গালতিয়ের পিএসজিতে যোগ দেন গত গ্রীষ্মে। তার আগে লিল, সেইন্ট এতিয়েনেও কাজ করেছেন তিনি।