ইন্দোনেশিয়ার বিপক্ষে কেন খেলবেন না মেসি?

আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। কিন্তু জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না আর্জেন্টিনা অধিনায়ক।

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বেইজিংয়ে তাদের খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপরই ইন্দোনেশিয়া ম্যাচ। 

বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য নিশ্চিত করেছেন, চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। সকারুদের বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা কতক্ষণ, জানতে চাইলে কোচ বলেন, ‘প্রাথমিকভাবে বলা যায়, পুরো ম্যাচ। তারপরও দেখা যাক কী হয়। সে আমার সঙ্গে সবসময় খেলেছে।’

সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার সঙ্গে খেলা। ওই ম্যাচে মেসির অনুপস্থিতির কারণ জানালেন সাংবাদিক গাস্তোন এদুল। লম্বা মৌসুম পার করার পর ছুটি কাটাতে চাচ্ছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ইন্দোনেশিয়ার বিপক্ষে বেঞ্চের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা স্ক্যালোনির।

বিশ্বকাপ জেতার পর সপ্তাহখানেক বিশ্রামে থেকে পিএসজিতে যোগ দেন মেসি। ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হওয়ায় এখন ফ্রি এজেন্ট তিনি। নতুন ক্লাব ইন্টার মিয়ামি অধ্যায় শুরুর আগে ফুটবল থেকে দূরে থাকতে চান। স্ত্রী-সন্তানদের সঙ্গে করে মেসি কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি।