এএফসি কাপে আবারও খেলার সুযোগ পেয়েছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। তবে এবারও মূল পর্বে যাওয়ার আগে কঠিন পথ পাড়ি দিতে হবে। শুরুতে খেলতে হবে প্রিলিমানিরি রাউন্ড টুতে। যেখানে প্রতিপক্ষ রয়েছে মালদ্বীপের ক্লাব ঈগলস।
আগামী ১৫ আগস্ট দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচ জিততে পারলে আবাহনী ২২ আগস্ট প্লে অফ খেলবে। সেই ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ হবে মোহনবাগানের সঙ্গে মাচিন্দা ও পারো এফসির মধ্যেকার বিজয়ী দলের মধ্যকার খেলার পর। ওই প্লে অফে যেই দল জিতবে, তাদের সামনে সুযোগ থাকবে গ্রুপ পর্বে খেলার।
এএফসি কাপে আবাহনী কয়েক মৌসুম আগে গ্রুপসেরা হয়ে জোনাল সেমিফাইনালে খেলেছিল। উত্তর কোরিয়ার এফসি টোয়েন্টি ফাইভের সঙ্গে ঢাকায় জিতলেও অ্যাওয়ে ম্যাচে হেরেছিল। তবে গতবার মোহনবাগের কাছে হেরে প্লে অফ জেতা হয়নি। এবার মারিও লেমসের সামনে কঠিন চ্যালেঞ্জ।