সাফ চ্যাম্পিয়নশিপ

কুয়েতের বিপক্ষে খেলবেন তারিক কাজী? 

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালটা দীর্ঘদিন আক্ষেপ হয়েই ছিল বাংলাদেশের। ১৪ বছর পর সেই গেরো খুলেছে। শনিবার ফাইনালে ওঠার পথে বাধা শক্তিশালী কুয়েত। এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে ফিনল্যান্ডে জন্ম নেওয়া ডিফেন্ডার তারিক কাজীর।

গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে গোল করে গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন। যে কারণে ভুটান ম্যাচে খেলা হয়নি। এমনকি মাঠের অনুশীলনও করেননি তিনি। আশার কথা তারিককে আজ মাঠে ঘাম ঝরাতে দেখা গেছে।

শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে্ বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা পরিষ্কার করে কিছু বলেননি। তারিক প্রসঙ্গে বলেছেন, ‘তার গোড়ালিতে ইনজুরি ছিল। আজ (শুক্রবার) সে অনুশীলন করবে। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তার ইচ্ছার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘তারিককে ফিজিও দেখার পর দলের সঙ্গে অনুশীলন করেছে। রাতে টিম মিটিং আছে।  আশা করছি, তারিককে আমরা ম্যাচে পাবো। সেই চেষ্টা চলছে।’