পিএসজির কোচ এনরিকে

লুইস এনরিকের পিএসজি কোচ হওয়া নিয়ে আগে থেকেই একটা গুঞ্জন ছিল। ক্রিস্তোফ গালতিয়েরের বিদায় নিশ্চিত হলে বিষয়টি আরও জোরালো হয়ে যায় তার পর। শেষ পর্যন্ত ফরাসি জায়ান্টরা বুধবার জানিয়ে দিয়েছে, সাবেক বার্সেলোনা ও স্পেন কোচকে তারা কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

গত ডিসেম্বরে স্পেনের বিশ্বকাপ ব্যর্থতার পর চাকরি হারান এনরিকে। তার পর থেকে চাকরির খোঁজে ছিলেন তিনি।

এনরিকেকে বুধবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। বিবৃতিতে এনরিকে বলেছেন, ‘নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্যারিসে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত। সব মিলে নতুন মানুষদের সঙ্গে পরিচয়, নতুন শহরে থাকা ছাড়াও নতুন ভাষা শেখা... সব কিছু ছাপিয়ে পিএসজিকে কোচিং করাতে পারা রোমাঞ্চকর।’

চ্যাম্পিয়নস লিগ সাফল্যের জন্যেই এনরিকেকে কোচ করে এনেছে পিএসজি। যে ক্লাবটির সর্বোচ্চ সাফল্য বলতে ফাইনাল। সর্বশেষ ২০২০ সালে ফাইনালে গেলেও বায়ার্নের কাছে হেরে আর শিরোপা জেতা হয়নি। তাছাড়া শেষ ৭ মৌসুমে ৫বারই তারা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে।