হুয়ান গাম্পার ট্রফিতে বার্সার প্রতিপক্ষ টটেনহাম

বার্সেলোনার ঐতিহ্যের সঙ্গে যুক্ত হুয়ান গাম্পার ট্রফি। যারা মূল মৌসুম শুরুর আগে প্রাকমৌসুম শুরু করে এই আয়োজন দিয়ে। এবারের হুয়ান গাম্পার ট্রফিতে তাদের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার।

বুধবার স্প্যানিশ জায়ান্টরা জানিয়েছে, তারা ৮ আগস্ট লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে।

প্রাক মৌসুমের জন্য সোমবার এরই মধ্যে বার্সা প্রস্তুতি শুরু করেছে। তার আগে দু’জন বড় তারকাও দলে ভিড়িয়েছে কাতালানরা- ইলকায় গুন্দোগান ও ইনিগো মার্তিনেজ।

বার্সা প্রাক মৌসুমে আরও চারটি ম্যাচ খেলবে। যার সবগুলোই হবে যুক্তরাষ্ট্র সফরে। তার মধ্যে রয়েছে একটি এল ক্লাসিকোও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টেক্সাসে ম্যাচটি হবে ২৯ জুলাই।

তবে প্রাকমৌসুমে লা লিগায় শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে বার্সার শেষ ম্যাচ স্পারদের বিপক্ষেই। ১৩ আগস্ট লা লিগায় বার্সার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ গেতাফে।

উল্লেখ্য, বার্সা ২০২৩-২৪ মৌসুমে সবগুলো ম্যাচই খেলবে লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। কারণ, ন্যু ক্যাম্পে চলছে সংস্কার কাজ।